Featured
- Get link
- X
- Other Apps
কোন স্রোতে গা ভাসাবেন?
দেখুব নিজের সাথে জোরাজুরি করে লাভ নেই, অনেক অনেক বছর আগেই স্রোতে গা ভাসানো ছেড়ে দিয়েছি। এক ধরণের স্রোত হল সবাই যেটা চাচ্ছে সেটা করা/বলা আর একটা হল নিজের যেটা ভালো লাগছে সেটা করা/বলা । এখন বিষয় হল, স্রোতে কেন গা ভাসাবো ? মনে করেন আপনি একটা বিশেষ পরিবেশে আছেন আপনার আশেপাশের সবাই এক রকমের হবে না । সবার নিজ নিজ যুক্তি আছে তাদের একটা বিশ্বাস আছে। তো আপনি সেই পরিবেশে যদি মানিয়ে নিতে চান আপনাকে তাদের যুক্তি তে হ্যাঁ সূচক মতবাদে যুক্ত হতে হবে। কিছু ক্ষেত্রে না সূচক মতামত ও দিতে হবে, আপনাকে বুঝতে হবে তারা কি শুনতে চাচ্ছে। আর একটা হল নিজের মতবাদ/ আদর্শ বক্ত করা, এতে হিতে বিপরীত হতে পারে। আপনার কথা সকলের ভালো নাও লাগতে পারে। আপনার সম্পর্কে ধারনা মুহূর্তেই পরিবর্তন হতে পারে। যেকোনো কিছুই হতে পারে। এই ধরণের মতবাদ সব সময় গ্রহণযোগ্য হয় না। সে ক্ষেত্রে আপনাকে একা থাকার অভ্যাস করতে হবে, অভ্যাস না নিজেকে প্রস্তত রাখতে হবে। এতে একটা সুবিধা হল গুটিকয়েক মানুষ আপনাকে সমর্থন করবে, আর তারা সমর্থন করবে সব জেনে শুনে। আর যারা আপনাকে সমর্থন করবে তারাও কিন্তু নিজের মতবাদে ই চলবে, তাদের উপর নিজের বিশ্বাস/ছিন্তা-ভাবনা/মতবাদ চাপাতে যাবেন না। সবাইকে নিজ নিজে স্রোতে ভাসতে দিন দেখবেন দিনশেষ সবার সাথে সাথেই সম্পর্ক অটুট থাকবে।
তাই পরের বার, পরিবেশ না বুঝে এমনি এক স্রোতে গা ভাসাবেন না। তর্কে না জড়িয়ে কিছু বলতে চাইলে সুন্দর ভাবে চিন্তা-ভাবনা করে বলবেন। অন্যথায় একা থাকা অভ্যাস করুন।
Comments
Post a Comment