সিধান্ত সম্পর্কে অল্প কিছু কথাঃ
কোন কাজের জন্য বা
জীবনের কোন গুরুত্বপূর্ণ সময়ে আমাদের অনেক কঠিন কিছু সিধান্ত নিতে হয়। সিধান্ত
নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কেননা একটা ভুল সিধান্ত আপনার জীবনের অনেক উথান-পতনের কারন হয়ে দাড়াতে পারে।
আমাদের জীবনের প্রতিটা সিধান্ত নিতে হবে কারন আর ফলাফল ((Reason and result) চিন্তা করে। প্রতিটা মানুষকে জীবনে অনেক কঠিন সময় পাড় করতে হবে। এই বিপর্যয়গুলো বিভিন্ন রকম এবং এর কারনগুলোও
বিভিন্ন রকম। অনেক ছোট ছোট কারণে অনেকের সম্পর্কের বিচ্ছেদ হয়, আবার দুইজনের মধ্যে
কেও একজন compromise করে সম্পর্কটা টিকিয়ে রাখে।
এখানে যাদের ছোট
ছোট কারণে সম্পর্কের ফাটল ধরে সেটা সম্পর্কে কিছু কথা বলব।
যদিও আমি জানিনা
আপনাদের সেই ছোট কারনটা কি? আমি জানি না আপনার আপনজন বা সঙ্গী আপনার কাছে কি চায়? আপনার
প্রত্যাশাগুলো তার কাছে কি? তার প্রত্যাশাগুলো আপনার কাছে কি? এর কিছু আমি জানি
না। তবে হ্যাঁ, তারপরও কিছু কথা বলা যাবে, কেন সে আপনার সাথে থাকতে চায় না, এবং এই
মানুষটা যদি আপনার সাথে না থাকে তাহলে আপনার জীবনের উপর এর কি ধরণের প্রভাব পরবে
প্রথমে সেটা নিয়ে একটু চিন্তা করুন। যদি দেখেন আপনার আপনজনের প্রত্যাশাটা আপনাকে
দিয়ে পূরণ হচ্ছে না তাহলে হাল ছেড়ে দিবেন না। এখানে একটা জিনিস সবার জানা দরকার,
আমাদের সবার প্রত্যাশা আর প্রাপ্তি সব সময় মিলে না। যখন আপনি দেখছেন আপনার স্ত্রী বা আপনার
গার্লফ্রেন্ড এর প্রত্যাশা কে পূরণ করতে পারছেন না তখন আপনি আপনার প্রচেষ্টা কে
ভালোভাবে দেখান, যা সে কি চাচ্ছে সেটা ভালো ভাবে উপস্থাপনা করুন । আপনাকে যদি সে
সত্যি ভালবাসে, প্রত্যাশা পূরণ না হলেও সে আপনাকে ছেড়ে যাবে না। আপনার এই
প্রচেষ্টা দেখে সে সারা জীবন সে আপনার পাশে থাকবে।
তবে এর ব্যতিক্রম
হলে হতাশ বা ভেঙ্গে পরলে চলবে না। এই সময়ে অনেকেই ভুল সিধান্ত নেয়। অনেকে নানান
ধরণের ড্রাগে আসক্ত হয়, মনে করে এইরকমটা করলে সব ঠিক হয়ে যাবে, অনেকে তো সুইসাইড
করার মতো ভুলও করে। কিন্তু এসব করা যাবে না। এভাবে চলতে থাকলে সব কিছু আরও control এর বাইরে চলে
যাবে। জীবনকে নিয়ে একটু ভাবতে হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার উপর আপনার
পরিবারের অনেক দায়িত্ব আছে, জীবনে প্রেম বা ভালোবাসাটাই সব কিছু না। সত্যি বলতে
ভালোবাসা শুধু প্রেমিকার জন্য দেখানো উচিত না। পরিবারকে ভালবাসুন। আপনার বাবা, মা,
ভাই বোন এরা আপনাকে সময় সাপোর্ট করে । কোন ঝামেলাপূর্ণ সমস্যাতে এদের মতামত নিন, এরা
ছাড়া আপনার আপন কেও নেই জগতে, এরা আপনার সবচেয়ে ভালো সিধান্ত নিতে সাহায্য করবে। আর
মানুষকে খুশি করানোর মধ্যে একটা ভাললাগা আছে, মানবজাতি কে
ভালবাসুন।
একজন মহান মানুষী
বলেছিল,
“ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা
দেওয়াতেই বেশি আনন্দ__জর্জ
চ্যাপম্যান।“
এই উক্তিটি মনে রাখুন আর ভালোবাসা ছরিয়ে দিন সর্বত্র । আর
অপেক্ষা করুন অপেক্ষার ফল সবসময় ভালো হয়।
Comments
Post a Comment